রাজশাহীতে দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিএফ) কার্যক্রম সংক্রান্ত অগ্ৰগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালকের কার্যালয়ের যৌথ আয়োজনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় জেলা প্রশাসক আব্দুল জলিল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।পাওয়ার পয়েন্টে উপস্থাপন করে, রাজশাহী মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক শবনম শিরিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন উপজেলা প্রশাসনের ইউএনও, ব্যাংক ও এনজিও প্রতিনিধিবৃন্দ।
Leave a Reply