রাজশাহীতে মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) দিবাগত গভীর রাত থেকে শনিবার (২ জানুয়ারি) সকাল পর্যন্ত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।
এ ছাড়া দুইজন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।
মৃত ব্যক্তিরা হলেন- ফায়সাল (২৮), সজল (২৫) ও সাগর (২৫)।
চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন- তুহিন (২৬) ও কলপ (২২)। তারা রামেক হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে আছেন।
রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, শুক্রবার রাত ১০টার দিকে মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় এরা মদপান করেন। তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। মৃতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply