রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে তৃতীয় বার রাজশাহীর নগরপিতা হয়েছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আর সিলেট সিটিতে প্রথমবারের মতো নগরপিতা নির্বাচিত হয়েছেন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
বুধবার (২১ জুন) রাতে রাজশাহী সিটির রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের বেসরকারিভাবে দুই সিটি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে টানা দ্বিতীয়বারের নগর পিতা নির্বাচিত হয়েছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরশিদ আলম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট। তৃতীয় বারের মতো নির্বাচিত লিটন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৪৬ হাজার ৮০৭ ভোট বেশি পেয়েছেন। রাজশাহী সিটি নির্বাচনে ভোট পড়ার হার ৫৬ দশমিক ২০ শতাংশ।
এদিকে, সিলেটে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়ে মেয়র পদে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট। আনোয়ারুজ্জামান চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৬৯ হাজার ১২৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। সিলেট সিটি নির্বাচনে গড়ে ৪৬ দশমিক ৭১ শতাংশ ভোট পড়েছে। জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দাবী করে ফলাফল বর্জণ করে।
Leave a Reply