রাজশাহীর চারঘাটে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে মানসুর রহমান (৭০) নামে ওই বৃদ্ধ একাই বাড়িতে ছিলেন। সন্ধ্যার পর গৃহকর্মী বাড়ির প্রধান ফটকে তালা দিয়ে চলে যান। পরে প্রতিবেশিরা বাড়ির ভেতর থেকে মানসুর রহমানের গোঙানির শব্দ শুনতে পান। তখন তারা গৃহকর্মীকে ডেকে এনে বাড়ির তালা খুলে গলা কাটা অবস্থায় মানসুর রহমানকে পড়ে থাকতে দেখেন। নিহত মানসুর রহমানের ছেলে প্রকৌশলী আর মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
Leave a Reply