রাজশাহী জেলা বাঘা উপজেলার আড়ানী পৌর ৫নং ওয়ার্ড সাহাপুর গ্রামের মোঃ জিয়ারুল পিতা রমজান আলির বাড়িতে রাত্রি আনুমানিক ১১-৩০মি দুর্বৃত্তরা হামলা চালায়।
সরজমিনে গিয়ে জানাযায়, দুর্বৃত্তের মধ্যে রনি, মিন্টু ও মনির দেশীও অস্র নিয়ে ঘরে প্রবেশ করে তাদের হাতে দেশীও অস্ত্র দেখে বাড়ী মালিক মোঃ জিয়ারুল পাশের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিলে তাকে অনেক চেষ্টা করেও আঘাত করতে না পেরে দরজায় হাতুরি দিয়ে আঘাত করতে থাকে দুর্বৃত্তরা। এসময়ে জিয়ারুলের স্ত্রী পারভিনের গলায় অস্ত্র ধরে তার গলায় থাকা ১০আনি স্বর্নের মালা ও ৮আনির কানের দুল সহ নগদ ১লাখ টাকা নিয়ে চলে যায় দুর্বৃত্তরা।
উলেখ যে গত কোরবানি ঈদের পরে জিয়ারুলের ভাই আনারুলকে আকস্মিক ভাবে দেশীও অস্ত্র দিয়ে হামলা চালায় এবং যখম করে এই বিষয়ে থানাতে মামলা দায়ের করা হয়। তার জের ধরেই গত রাত্রি বুধবার ২৬ জুলাই এই হামলা চালানো হয়।
এছাড়া রাত্রিতেই জমিতে গিয়ে জমিতে লাগানো বেশ কিছু আমের গাছ কেটে ফেলা হয়।
এই বিষয়ে জিয়ারুল বাদি হয়ে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করা করেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল ইসলাম জানান,এই বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply