#১০০% পাশ করা স্কুলের সংখ্যা ১৭৮ টি
#১০০% ফেল করা স্কুলের সংখ্যা ১টি
# জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবারে রাজশাহী শিক্ষাবোর্ডে পাশের হার ৮৭.৮৯ শতাংশ। যেটি ২০২২ সালে ৮৫.৮৮% এবং ২০২১ সালে ৯৪.৭১% ছিল।
রাজশাহী শিক্ষা বোর্ডে শুক্রবার সকাল ১১ টায় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: আরিফুল ইসলাম তার অফিস কক্ষে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০২৩ এর ফলের পরিসংখ্যান বিষয়ে সাংবাদিকদের সাথে লাইভ প্রোগ্রামে যুক্ত হয়ে বিস্তরিত তথ্য নিশ্চিত করেন।
এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার মোট শিক্ষার্থীদের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ৩ শত ৩০ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগের ৯১ হাজার ৭৩৮ জন, মানবিক শাখায় ১ লক্ষ ৮ হাজার ১ শত ৭৬ জন এবং বাণিজ্য শাখার ৬ হাজার ৪ শত ১৬ জন। মোট উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৩ হাজার ৬ শত ২৫ জন ও অনুপস্থিত পরীক্ষার্থীর ২ হাজার ৭ শত ৫ জন। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৮ শত ৭৭ জন। যার মধ্যে বিজ্ঞান বিভাগের ২৫ হাজার ৫ শত ৫৭ জন, মানবিক শাখায় ৯ শত ৭০ জন এবং বাণিজ্য শাখার ৬ হাজার ৩ শত ৫০ জন। এদের মধ্যে ছাত্র ১২ হাজার ১ শত ৬৪ জন এবং ছাত্রী ১৪ হাজার ৭ শত ১৩ জন। বহিস্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ১১ জন। ১০০% পাশকৃত স্কুলের সংখ্যা ১ শত ৭৮টি। একজনও পাশ করতে পারেনি এমন স্কুলের সংখ্যা ১টি। ২ শত ৬৫টি কেন্দ্রে ২ হাজার ৬ শত ৮১টি স্কুলের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Leave a Reply