কুড়িগ্রাম রাজারহাট শিংগের ডাবরি এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ভূরুঙ্গামারী এ প্লাস কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ, জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক ও আসন্ন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এসএম ফারুকুজ্জামান ফারুক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
এসময় তার ডান হাতের দুই অংশ ভেঙে যায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়। পরে তাকে রংপুর ইসলামিয়া হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়। বুধবার (৬ জুন) বেলা ২ টার দিকে কুড়িগ্রাম-ঢাকা মহাসড়কের রাজারহাট শিংগের ডাবরি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আলম হোসেন বলেন, মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সঙ্গে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দুর্ঘটনার বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply