ইউক্রেনের অলিভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক দেশে ফিরছেন।
রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে বাংলাদেশ সময় রাত দশটায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারা। পৌঁছাবেন আগামীকাল দুপরে।
নাবিকদের ফেরার ব্যবস্থা দেখভাল করছে রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস। এছাড়া, ইউক্রেনে আটকে থাকা ১০ বাংলাদেশির একজন পোল্যান্ডে যাচ্ছেন। অন্যদের খোঁজ রাখছে পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাস। ইউক্রেনে জিম্মি পাঁচ বাংলাদেশির খোঁজও মিলেছে। তবে তারা ইউক্রেনের কারাগারে থাকায় তাদের উদ্ধারে সময় লাগবে বলে জানিয়েছেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত।
গত ২৩শে ফেব্রুয়ারি ২৯ নাবিক নিয়ে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়ে ‘বাংলার সমৃদ্ধি’। এর আটদিনের মাথায় গত বুধবার সন্ধ্যায় এক রকেট হামলায় নিহত হন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। পরদিন বৃহস্পতিবার জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে ২৮ নাবিককে একটি টাগবোটে করে বন্দরের বাইরে একটি বাংকারে নেয়া হয়। সেই বাংকারে টানা বাংকারে ৩৯ ঘণ্টা কাটানোর পর শনিবার ইউক্রেনের স্থানীয় সময় সোয়া ৮টার দিকে নাবিকেরা বাসে করে প্রতিবেশী দেশ মলদোভা সীমান্তের উদ্দেশে রওনা দেন। ২০০ কিলোমিটার মলদোভার যাত্রাপথে ইউক্রেনের সেনারা একটি সেতু ভেঙে দেয়ায় বিকল্প পথে তারা মালদোভা হয়ে রবিবার রোমানিয়ায় পৌঁছান।
Leave a Reply