রাজশাহী সিটি করর্পোরেশনের নির্বাচনে সংরক্ষিত ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ৪ জন প্রতিদ্বন্দ্বী নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এ সময় নারী উন্নয়নে কাজ করার নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।নারী ও শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত, ঘরের বাইরে নিরাপদ চলাচল ও যৌন হয়রানি রোধসহ শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য পরামর্শ সেবা চালুর প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।রাসিক সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড : সাধারণ ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই সংরক্ষিত ওয়ার্ডে প্রায় ২৫ হাজার ভোটার সংখ্যা সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডবাসীর তথ্য মতে প্রার্থীদের বিষয় জানা যায়।
এ ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ রাজশাহী মহানগর সাবেক ছাত্রলীগ নেত্রী মোসাঃ হালিমা কুমকুম মোবাইল ফোন প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।সংরক্ষিত ওয়ার্ডবাসীর তথ্য মতে জানা যায় মোসাঃ হালিমা কুমকুম তিনি শিক্ষিত এম এস এস পাস বর্তমান সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে যোগ্য প্রার্থী বলে মনে করছেন ৭, ৮ ও ১০ নাম্বার ওয়ার্ডের ভোটার তারা মনে করেন তিনি কাউন্সিলর নির্বাচিত হলেন ওয়ার্ড উন্নয়ন ও যেকোনো সমস্যা সহজে সমাধান করতে পারবে এবার সংরক্ষিত ওয়ার্ড গুলোতে তাকেই যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত করা হচ্ছে
হ্যালো সংরক্ষিত ৩ ওয়ার্ডের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান কাউন্সিলর মুসলিমা বেলী আনারস প্রতীকে নির্বাচন করছেন তিনি মহানগর বিএনপি’র মহিলা দলের সাংগঠনিক সম্পাদক থেকে সদ্য বহিষ্কার হয়েছে বলে যানা গেছে প্রার্থী মোসাঃ সেবুন নেসা চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোসাঃ খালেদা রোজী বই প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেনসংরক্ষিত ৩ নং মহিলা কাউন্সিলর প্রার্থী মোসাঃ হালিমা কুমকুম বলেন, ভোটাধিকার প্রয়োগ করার ব্যাপারে ভোটারদের শঙ্কা রয়েছে। সুষ্ঠু ভোট হলে আমি বিপুল ভোটে বিজয়ী হব নির্বাচিত হলে এলাকার নারীদের উন্নয়নে বিভিন্নমুখী কার্যক্রম হাতে নেব। বয়স্ক, বিধবাভাতাসহ অনাথ শিশুদের লালন পালনের ব্যবস্থা করব বলে জানান তিনি।
Leave a Reply