রাস্তা তো নয় এ যেন অভিশপ্ত জীবনের পথ?
ময়মনসিংহের সদর উপজেলায় চূড়খাই বাজার একটি প্রাচীন বাজার। যুগের পর যুগ যাচ্ছে কিন্তু এই বাজারের জনসাধারণের আজ পর্যন্ত কোনক্রমেই বেহাল রাস্তার দুর্ভুগ শেষ হচ্ছে না। লোকজনের মূখে একটি বাণী উচ্চারণ হচ্ছে। বর্তমান নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানের অস্থায়ী কার্য অফিস এই বাজারে অবস্থিত, তারপরও এই সামান্য বাজারের ভিতরের রাস্তা সংস্কার হচ্ছে না কেন? এই প্রশ্ন এলাকাবাসীর আপাময় জনতার সকলের। তাই এলাকার সর্বস্তরের জনগণ বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছে উক্ত বিষয়টি আমলে নিয়ে চূড়খাই বাজারের ভিতরের রাস্তাটি সংস্কার করে এলাকাবাসীর চলাচলের কষ্ট লাগব করবেন।
Leave a Reply