রায়পুরের সাবেক এমপি পাপুলের সাজা বৃদ্ধি করেছে কুয়েতের আদালত
মানব পাচার, শ্রমিক নির্যাতন ও অর্থ পাচার এর অভিযোগে লক্ষীপুর -২ আসনের সাবেক সাংসদ ও কুয়েতিয়্যাহ মারাফিয়া কোম্পানির মালিক শহীদুল ইসলাম পাপলু কে ৪ বছরের সাজা ও ১ মিলিয়ন দিনার জরিমানা করা হয়েছিল। সে এই সাজার বিরুদ্ধে আপিল করেছিল অন্য দিকে তার এই আপিল এ ক্ষেপে গিয়ে এক কুয়েতি তার সাজা আরো বাড়ানোর আপিল করে বসে।
আজ আপিল এর রায়ে শহিদুল ইসলাম পাপলু কে ৪ বছরের পরিবর্তে ৭ বছর জেল ও ১ মিলিয়ন এর পরিবর্তে ২ মিলিয়ন জরিমানা করা হয়।
Leave a Reply