বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় রায়ে নিহতের পরিবার সন্তুষ্ট হয়েছেন বলে জানিয়েছেন রিফাতের বাবা আবদুল্লাহ হালিম দুলাল শরিফ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিফাতের বাবা।
এর আগে আলোচিত এ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ১০ আসামির ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অপর চার আসামিকে অব্যাহতি দেয়া হয়েছে মামলা থেকে।
আবদুল্লাহ হালিম বলেন, ‘আমি কৃতজ্ঞ। সঠিক বিচার পাব বিশ্বাস ছিল। আমি ও আমার পরিবার সবাই খুশি। যারা এই রায়ের সঙ্গে যুক্ত ছিলেন, সবাইকে কৃতজ্ঞতা জানাই। আমি চাইনি কোনো নিরপরাধ মানুষ কষ্ট পাক। যদি নিরপরাধ কেউ শাস্তি পান, তাহলে তাদের পরিবার আমার ছেলের জন্য বদদোয়া করবেন, এটা আমি চাই না।’
Leave a Reply