বাসে আগুন দেওয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও হাজি আরমান হোসেনকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ এই দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৮ মার্চ বিকালে আসামিদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, রাজধানীর জনপথ মোড় ও মালিবাগে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিপুনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, রাজধানীসহ সারা দেশে নাশকতার পরিকল্পনা করেন তিনি। তারই অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়।
Leave a Reply