রিয়াল মাদ্রিদ ছাড়ছেন অধিনায়ক সার্জিও রামোস। ক্লাবটির সঙ্গে ১৬ বছরের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। চুক্তির মেয়াদ শেষ হওয়ার ২ সপ্তাহ আগেই ঘোষণাটা এসে গেলো।
রামোসকে আরো এক বছরের জন্য থাকার প্রস্তাব দিয়েছিল রিয়াল। তবে, শর্ত ছিল আগে যে পারিশ্রমিক পেতেন তা থেকে ১০ ভাগ কমিয়ে দেওয়া হবে। কিন্তু রামোস চেয়েছিলেন চুক্তিটা ২ বছরের জন্য হোক। তাতে রাজি ছিল না রিয়াল। তাই শেষ পর্যন্ত বিচ্ছেদই হচ্ছে রিয়াল মাদ্রিদ ও সার্জিও রামোসের।
রিয়ালের জার্সিতে ১৬ বছর কাটিয়ে দেয়ার পর বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা দিতে মিডিয়ার সামনে হাজির হবেন রামোস। সঙ্গে থাকবেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও। সেখানেই আনুষ্ঠানিক বিদায় জানানো হবে রামোসকে।
এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ আগামীকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে সার্জিও রামোসের বিদায়ের কথা ঘোষণা করবে। প্রাতিষ্ঠানিক কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে রামোসকে বিদায় জানানো হবে। তার আগেই এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে মিডিয়ার সামনে আসবেন রামোস।’
রিয়ালের হয়ে মোট ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, ৫টি লা লিগা শিরোপা, ৫টি কোপা ডেল রে এবং ৪টি সুপারকোপা ডি এস্পানা জিতেছেন রামোস।
Leave a Reply