রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৯ নং ওয়ার্ড রুস্তমপুর বাজারের ভেজিটেবল মার্কেট ভবনের ছাদ ঢালাই এর শুভ উদ্বোধন করেন পৌরসভার মেয়র মুক্তার আলী। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার সময় আনুষ্ঠানিক ভাবে এ ভবনের ছাদ ঢালাই কার্যক্রম এর উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে মেয়র বাজারের দোকানদার ও স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এর নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, সাব এসিস্টেন্ট ইন্জিনিয়ার সোহেল রানা, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মানিক উদ্দিন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন লিটন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন প্রমুখ। এছাড়াও গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply