দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী সোমবার (০৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। লকডাউন চলকালে ব্যাংকগুলো কি স্বাভাবিক নিয়মে চলবে, নাকি লেনদেন সীমিত করা হবে, এ বিষয়ে আগামীকাল (রোববার) সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক।
আজ শনিবার (০৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী সোমবার থেকে লকডাউন। আমরা রোববার বসব। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ব্যাংকগুলো লকডাউনের সময় কোন নিয়মে চলবে এ বিষয়ে সিদ্ধান্ত রোববারের মধ্যে জানিয়ে দেব।
গত বছর করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের সাধারণ ছুটি চলাকালীন দেশের তফসিলি ব্যাংকগুলো সীমিত আকারে লেনদেন চালু রেখেছিল। ওই সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চলত। আর ব্যাংক খোলা ছিল বিকেল ৩টা পর্যন্ত।
এর আগে গত ২৯ মার্চ করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সরকার নতুন করে ১৮ দফা নির্দেশনা জারি করে। এর মধ্যে পাঁচটি নির্দেশনা যথাযথভাবে পালন করতে বুধবার (৩১ মার্চ) প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
Leave a Reply