লক্ষ্মীপুরে গাঁজাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী সাহেদ পাকিস্তানি ও হান্নান কে ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন,সদর উপজেলা ২নং দক্ষিণ হামছাদী হাসনাবাদ গোপীনাথপুরে আবদুল মান্নান খাঁনের ছেলে হান্নান, আবু সাহেদ পাকিস্তানি রামগঞ্জ নোয়াগাঁও ৬নং ওয়ার্ড শৈরশৈই(কাজী বাড়ী), জান মোহাম্মদের ছেলে ও লক্ষ্মীপুর পৌর ৮নং ওয়ার্ড বাংলা সিরাজের মেয়ের জামাই।
০২/০৪/২২ইং রাতে হাসনাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
Leave a Reply