লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার পৌর ২নং কলচমার ওয়ার্ড কাউন্সিলর ও মাটি ব্যবসায়ী মনির হোসেন রানাকে ভ্রাম্যমাণ আদালতে ১এক লক্ষ ২০বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এসিল্যান্ড মনিরা খাতুন আজ মঙ্গলবার (১ মার্চ) দুপুরে ফসলি জমি টপসয়েল কেটে নেওয়া ও অনুমতি ব্যতিত জমির শ্রেনী পরিবর্তন করে পুকুর খনন করার অপরাধে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন। এই ছাড়াও ৯নং ভোলাকোট ইউনিয়নে নিষিদ্ধ অবৈধ ২টি ট্রলি মালিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সূত্রে জানা যায়, কাউন্সিলর মনির হোসেন রানা বিগত ২দুই মাস থেকে নোয়াগাও ইউনিয়নের লাইজার মাঠে থেকে ফসলি জমি নষ্ট করে ১৫/২০ গভীর পুকুর খনন করে ট্রলি ও পিকআপ ভ্যান দিয়ে ইটভাটার সাথে মাটি ব্যবসা করে আসছে। এতে ওই এলাকা রাস্তাঘাট , ব্রীজ, কালভাট নষ্ট হয়ে যাচ্ছে ও খননকৃত পাশ্ববর্তি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ধুলাবালিতে জনগনের চলাচলে জনদূর্ভোগের সৃষ্টি হয়। একজন জনপ্রতিনিধির দ্বারা সমাজের এমন ক্ষয়ক্ষতিতে মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
ভ্রাম্যমান আদালতে ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন জানান,ভেকু ব্যবহার করে জমির টপ সয়েল কেটে বানিজ্যিক ভাবে ইটভাটায় বিক্রি করার অপরাধে এবং নিষিদ্ধ ট্রলি চলাচলে এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply