লক্ষ্মীপুরে জমি দখল মারধরের অভিযোগে মামলার আসামী হয়েছেন ১৬নং শাকচর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সৌরভ হোসেন সাহেদ. ২৬,৫ বৃহস্পতিবার লক্ষ্মীপুর সদর মডেল থানা ওই ইউপি সদস্য সহ আসামী করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার নং ২৪৯/২২ইং। মামলা সুত্রে জানা গেছ লক্ষ্মীপুর সদর থানাধীন ২০নং চররমনী মজুচৌধুরী হাট এস এম ফিলিং স্টেশন এর দক্ষিন পাশে মামলার বাদি সিরাজুল ইসলামের মালিকীয় জমির টিনের বেড়া দিতে গেলে আসামিরা ভাংচুর লুটপাট চালায় এবং তার স্ত্রী মেয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেন। এই বিষয়ে ইউপি সদস্য সাহেদ প্রতিনিধিকে জানান, জমি নিয়ে অন্যদের সাথে এখনো বিরোধ রয়েছে আমি দখল মারধরের সাথে জড়িত নয়। কাগজপত্রে হিসেব মতে তার জমি তিনি দখলে যাবেন এতে আমাদের কোন আপত্তি নেই।
Leave a Reply