ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ও বিচারের দাবীতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র লক্ষ্মীপুর জেলা শাখা। ৯ অক্টোবর শহরের আদর্শ সামাদ চত্তর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনি প্রেসক্লাব চত্তরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অবঃ) মুহাম্মদ ইব্রাহিম, সেক্রেটারি আলহাজ্ব মাও. মহিউদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে আইন আছে কিন্তু আইনের শাসন নেই। যথাযথ তথ্য উপাত্ত থাকা সত্তে¡ও বিচার হচ্ছে না কোন অপরাধীর। প্রতিবাদকারীদের শান্ত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী অপরাধীর গ্রেপ্তার করে, কিন্তু তারা আইনের ফাঁকফোঁকর দিয়ে বেরিয়ে এসে আরো ভয়ংকর হয়ে উঠে। এমন ভঙ্গুর বিচার ও শাসন ব্যবস্থার কারণে ধর্ষণ দিনদিন মহামারি আকার ধারণ করছে। অতএব ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে এবং বিচার কার্য সম্পন্ন করতে হবে।
বক্তারা আরো বলেন, ইসলাম একটি সার্বজনীন পূর্ণাঙ্গ ধর্ম। ইসলামের আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে পারলে এবং রাষ্ট্রে ইসলামী বিধান বাস্তবায়ন হলে ধর্ষণসহ সকল অপরাধ শুণ্যের কোটায় নেমে আসবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ল²ীপুর জেলা সিনিয়র সহ-সভাপতি মাও. দেলোয়ার হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাও. আ হ ম নোমান সিরাজী, সাংগঠনিক সম্পাদক হাফেজ লোকমান মাজহারী, প্রশিক্ষণ সম্পাদক মাও. মাকছুদুর রহমান, প্রচার সম্পাদক মাও. ইমরান হোসাইন, দপ্তর সম্পাদক মাও. আনোয়ার হোসাইন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাও. আবুল হাসান, শ্রমিক নেতা মাও. মাহবুবুর রহমান ও ডা: আব্দুর রহিম, যুব নেতা মুহাম্মদ মামুনুর রশীদ, ছাত্র নেতা মুহাম্মদ রাশেদুল ইসলাম সহ সহযোগী সংগঠন সমূহের জেলা ও থানা নেতৃবৃন্দ।
Leave a Reply