লক্ষ্মীপুর সদর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল নাঈম ইকরা(১৩) নামের এক ৮ম শ্রেণীর ছাত্রীকে অপহরনের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুর চন্দ্রগঞ্জ আত্ তামরীণ মাদ্রাসার সামনে থেকে পাঁচপাড়া গ্রামের ভূইয়া বাড়ির রুহুল আমিনের ছেলে অপু ভূইয়া ছাত্রীকে অপহরন করেছে বলে জানাযায়।
প্রত্যক্ষদর্শী ভিকটিমের ক্লাশের সহপাঠী সুমাইয়া আক্তার জানায়, তারা কামার ক্ষেতে প্রতাপগঞ্জ স্কুলের স্বপন স্যারের কাছে প্রাইভেট পড়ে রাস্তায় আসলে বখাটে অপু ভূইয়া ইকরাকে জোর করে তুলে নিয়ে যায়।
ভিকটিমের বাবা আবুল কালাম জানায়, অপু ভূইয়া কিছুদিন থেকে আমার মেয়েকে উত্যক্ত করতো। এবিষয়ে আমি স্থানীয়ভাবে ইউপি সদস্য ও তার অভিভাবকের মাধ্যমে অপু ভূইয়াকে সতর্ক করা হয়। এর জের ধরে অপু ভূইয়া আমার মেয়েকে তুলে নিয়ে গেছে, আমার বাড়ির ভাতিজি সুমাইয়া বিষয়টি নিজের চোখে দেখছে। এদিকে আমার মেয়েকে অপহরনের কথা শুনে আমার স্ত্রী চন্দ্রগঞ্জ থানা সামনে কান্নাকাটি করে। থানায় গিয়ে ডিউটি অফিসারকে বিষয়টি জানান।
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে আমকে মেয়ের বাবা রবিবার সকালে বিষয়টি জানিয়েছেন। আমি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে আলাপ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন জানান, এ বিষয়ে আমি মৌখিক ভাবে ভিকটিমের মেয়ের মার কাছ থেকে শুনেছি। ভিকটিমকে দ্রুত উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
Leave a Reply