লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। পত্রিকাটি দুই যুগে প্রবেশ উপলক্ষে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
এর আগে জেলার রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর-রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল করিম। এই সময় বিভিন্ন স্থানীয় পত্রিকার সম্পাদকসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার
সাংবাকিরা উপস্থিত ছিলেন
Leave a Reply