জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নাটোরের লালপুরে গোপালপুর পৌরসাভায় আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার ২০ মার্চ সকাল ১০ টা থেকে রাত ৭ টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুল মাঠে এই সন্মেলন অনুষ্ঠিত হয় । গোপালপুর পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি মীর আ: সালামের সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ লালপুর- বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজবার আলী , এস্কেন্দার মির্জা, যুগ্ন সম্পাদক মাহামুদুল হক মুকুল, গোলাম কাওছার, আলাউদ্দিন আলাল, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় , লালপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন নান্টুুু, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, আওয়ামীলীগের নেতা কামরুজ্জামান লাভলু, ফিরোজ আল হক ভূঁইয়া, নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু , শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক নেতা সাইদুর রহমান, লালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, আড়বাব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা , গোপালপুর পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, যূবলীগ নেতা মাহবুব রহমান লিটন প্রমুখ । মাগরিব এর নামাজের বিরতির পরে সন্মেলনের ২য় অধিবেশনে সাইদুর রহমান কে সভাপতি ও রোকনুজ্জামান লুলুকে সাধারণ সম্পাদক করে গোপালপুর পৌরসভা আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে । এছাড়া সন্মেলনে এক মনজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
Leave a Reply