লালপুরে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৮ মার্চ রাত সাড়ে ৮ টা থেকে মধ্য রাত পর্যন্ত লালপুর শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল এন্ড বিএম কলেজ মাঠে লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন নান্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ ( লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজবার হোসেন, যুগ্ম সম্পাদক আসম মাহমুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, গোলাম কাওসার, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলী, গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রোকনুজ্জামান লুলু, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, লালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, আব্দুল্লা আল হাসান তনু, লালপুর শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল এন্ড বিএম কলেজের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন খাজা প্রমূখ।
আলোচনা সভা শেষে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শিল্পী গোষ্ঠীর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply