লালপুরে পূর্ব শত্রুতার জেরে ইটের আঘাতে মো: মোজাফফর মন্ডল (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত বিদন মন্ডলের ছেলে। একজনকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ১০ জুন সকাল সাড়ে আটটার সময় উপজেলার উত্তর লালপুর গ্রামের মোঃ মোজাফ্ফর মন্ডলের সাথে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের মৃত মানিক মন্ডলের ছেলে মোঃ দীপু আলী (২৬) ও মোঃ পলাশ (২৩) সহ কয়েকজন মোজাফফর এর বাড়ির সামনে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, ভিকটিম বাড়ি হতে বের হয়ে বিবাদীদ্বয়কে গালিগালাজ করতে নিষেধ করলে, বিবাদী দ্বয় ক্ষিপ্ত হয়ে পাশে থাকা ইট দিয়ে ভিকটিমের কানের নিচে আঘাত করলে ভিকটিম মাটিতে পড়ে যায়, ভিকটিমের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বিবাদীদ্বয় পালিয়ে যায়, পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উক্ত ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। উক্ত ভিকটিম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তার ছেলে বুদু মন্ডল নবীনগরের বাড়িতে নিয়ে আসার পর রবিবার ১১ জুন সকাল দশটার সময় মৃত্যু বরন করে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে ( মামলা নং ০৯ তারিখ ১০/০৬/২০২৩)। এবং উক্ত মামলার আসামি মোঃ দীপু আলীকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply