নাটোরের লালপুরে ১০৩ পিস ইয়াবা ও তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল সহ ৪
মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার ২৬ ফেব্রুয়ারী রাতে উপজেলার বড়বড়িয়া টলটলি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো, বড়বড়িয়া হাজিপাড়া গ্রামের আব্দুল আজিজ ছেলে তুরাব
আলী (২৬), জাহাঙ্গীর আলমের ছেলে রাজিবুল ইসলাম জয় (২১), ধনঞ্জয়পাড়া গ্রামের
শামসুল হকের ছেলে আলতাফ হোসেন (২৮) ও কামারহাটি নতুনপাড়া গ্রামের
জিন্নাত আলীর ছেলে নাহিদ হাসান (২৫)।
র্যাব জানায়, র্যাব -৫ সিপিসি -২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি
মাসুদ রানার নেতৃত্বে র্যাবের একটি দল উক্ত স্থানে অভিযান চালিয়ে চারটি আলাদা
আলাদা প্যাকেটে রক্ষিত উক্ত ইয়াবা সহ তাদেরকে আটক করা হয়।
এ ব্যাপারে লালপুর থানার ওসি সেলিম রেজা জানান এ ঘটনায় থানায় মামলা করা
হয়েছে।
Leave a Reply