যান্ত্রিকক্রটির কারণে উত্তরবঙ্গের ভারী শিল্প নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। ১০ নভেম্বর বিকেলে মিলটির আখ মাড়াই কার্যক্রম শুরু করা হয়। শুরুর ৫ ঘন্টা পর রাত আটটার দিকে মিলের ব্যাকাচ ক্যারিয়ার চেন কেটে যাওয়ার কারণে মাড়াই কার্যক্রম সাময়িক বন্ধ করে দেয় মিল কর্তৃপক্ষ। এদিকে মিলটি বন্ধ থাকায় আখ ক্রয় কেন্দ্র সাময়িক বন্ধ রাখা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আখ মাড়াই কার্যক্রম বন্ধ আছে বলে জানা গেছে।
এবিষয়ে মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ মোস্তফা সারোয়ার বলেন, যান্ত্রিকক্রটির কারণে মিলটির আখ মাড়াই কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। কিছুক্ষণের মধ্যেই আখ মাড়াই শুরু হবে।
Leave a Reply