নাটোরেরে লালপুরে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রোববার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ১৫ আগস্টে শাহাদাত বরণকারী তার পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর -১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান, সাবেক এমপি শহীদ মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহমেদ সাগর, লালপুর উপজেলা আওয়ামীলীগের আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউছার, আ.স.ম মাহমুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, লালপুর উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোওনক ইসলাম লুলু, ২ নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় প্রমুখ ।
পরে নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুল মাঠে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ও কালের কন্ঠ শুভ সংঘের আয়োজনে ৪শত দুস্থ মানুষকে ত্রাণ সামগ্রী তুলে দেন স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল। এসময় উপস্থিত ছিলেন শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান সহ অন্যান্যরা।
এর আগে, উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে রাত্রি ১২ টা ১ মিনিটে লালপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলিত, পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইউসুফ হোসেন, সাধারণ সম্পাদক নান্নু, সৌরভ সহ বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।
এছাড়াও লালপুর উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সমিতির আহবায়ক আকবর আলী, যুগ্ম আহ্বায়ক ও আড়বাব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, লালপুর উপজেলা যুবলীগের সহ সভাপতি আলতাফ হোসেন, রিংকু প্রমূখ।
এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ মসজিদ মন্দিরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply