নাটোরের লালপুরে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ২হাজার ১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। এবার উপজেলায় ৪ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এইচএসসি সাধারণ শাখায় লালপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে ৭শত ৬১ জন ও গোপালপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৫৮ জন সহ দুটি কেন্দ্রে ১ হাজার ১৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। কারিগরি শাখায় এইচএসসি (বিএম) মঞ্জিল পুকুর কৃষি কারিগরি ও বানিজ্যিক মহাবিদ্যালয় কেন্দ্রে ৮৮৮ জন, মাদ্রাসা শাখায় (আলিম) বালিতিতা ইসলামপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৯৪ জন পরীক্ষায় অংশ গ্রহণ করবে। তবে কারিগরি ও মাদ্রাসা শাখায় আগামী ২৭ আগষ্ট থেকে পরীক্ষা শুরু হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
Leave a Reply