নাটোরের লালপুরে এমপি বকুল গ্রুপের চংধুপইল ইউনিয়নের ১,২,৩,৪ ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের একাংশের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৪ ফেব্রুয়ারী বিকালে উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুল হক মুকুল।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড : আলাউদ্দিন আলাল, সহ-প্রচার সম্পাদক মীর আব্দুল মান্নান, যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান,সহ-দপ্তর সম্পাদক শফিউল আলম শফি, সদস্য কামরুজ্জামান লাভলু , উপজেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক মকলেছুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলতাফ হোসেন,গোপালপুর পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রমজান আলী,উপজেলা তাঁতীলীগের সভাপতি ইউনুস আলী প্রমূখ।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন সকলের সর্বসম্মতিক্রমে ৫ টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয় ।
Leave a Reply