দেশের উষ্ণতম এলাকায় নাটোরের লালপুরে গত কয়েকদিনে বেড়েছে শীতের তীব্রতা। এই তীব্র শীতে নাকাল এ অঞ্চলের হতদরিদ্র মানুষ। আর এইসব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকা কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এমসিডিও)।
বৃহষ্পতিবার (১৪ ই জানুয়ারি) সংস্থাটির নিজ কার্যালয়ে শতাধিক হতদরিদ্র মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এর শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, সমবায় অফিসার আবদুল জব্বার, সংস্থার সভাপতি মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মনজুর রহমান মিঠু, পরিচালক বাবুল হোসেন, জাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম, আব্দুল কুদ্দুস, বাদশা,চেনু আলী, ম্যানেজার সরওয়ার আলম জালাল প্রমুখ।
Leave a Reply