নাটোর লালপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সবিতা (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ২৬ সেপ্টেম্বর) বিকেলে গৌরীপুর গ্রামের আনিসুর রহমান মন্টুর বাড়িতে এ ঘটনা ঘটে। সে উপজেলার ভাটপাড়া গ্রামের মুজিবুর রহমানের মেয়ে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সবিতা তার মেয়ে বাবলীকে নিয়ে উপজেলার গৌরীপুর এলাকায় আনিসুর রহমান মন্টুর বাড়িতে ভাড়া থাকতেন। মেয়ে বাবলী বলেন, তার মা গোসল শেষে ভেজা কাপড় বাড়ির উঠানে কাপড় মেলানো তারে মেলাতে গেলে হঠাৎ করে কাঁপতে থাকেন। ভয় পেয়ে স্থানীয়দের চিৎকার করে ডাকেন। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবিতার হাত পেট থেকে ধোঁয়া বেরুচ্ছে। তৎক্ষণাৎ বাড়ির বৈদ্যুতিক লাইনের মেইন সুইচ বন্ধ করে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিকেল অফিসার সুরুজ্জামান শামীম জানান হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসাবধানতার জন্য এই দূর্ঘটনা ঘটেছে।
Leave a Reply