লালপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
৩০ ডিসেম্বর বুধবার সাড়ে ৫ টার সময় লালপুর উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত র্যালী লালপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভার মাধ্যমে গনতন্ত্রের বিজয় দিবসের অনুষ্ঠানের সমাপ্তি হয়।
লালপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত গনতন্ত্রের বিজয় দিবসের র্যালী ও আলোচনা সভায় লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহক আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য বাবুল আক্তার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক আছিয়া জয়নুল বেনু, লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার বানু, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তায়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক পলাশ, দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল, সাংগঠনিক সম্পাদক রিপন, গোপালপুর পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন, লালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আওয়াল প্রমুখ।
Leave a Reply