লালপুরের মোহরকয়া গ্রামে নজরুল ইসলাম (৫০) নামের এক ভ্যান চালক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, লালপুরের বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া থান্দার পাড়ার মৃত খোকার পুত্র ভ্যান চালক নজরুল ইসলাম দীর্ঘ দিন যাবৎ মৃগী রোগে ভুগছেন, বেশ কয়েক দিন যাবৎ আমাশা সহ ঠান্ডা রোগেও আক্রান্ত হয়ে অতিষ্ঠ হয়ে বুধবার ১৩ জানুয়ারি দুপুরে ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
স্হানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন ভান্ডারি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply