লালপুরে দুই দিনব্যাপী (১৪-১৫ ডিসেম্বর) ৩২৬তম নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে । নারী-পুরুষনির্বিশেষে ভক্তরা আশ্রমে পৌঁছেই শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোঁসাই ও তাঁর শিষ্য সাধুদের সমাধিতে ভক্তি-শ্রদ্ধা জানান। একই সময়ে আশ্রম প্রাঙ্গণে চলে মেলা।
উৎসবে আশ্রম প্রাঙ্গণে সারিবদ্ধভাবে বসে গোঁসাইয়ের ভক্তরা কলার পাতায় খিচুড়ি, পাঁচ তরকারি ও পায়েস খান। গোঁসাইজীর আবির্ভাব ও জীবন-চরিত আলোচনা। সেবা লাভের আশায় চলে মানত।
আশ্রম পরিচালনা কমিটির সভাপতি শ্রী সঞ্জয় কুমারের সভাপতিত্বে উপস্থিত হয়েছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র এমপি প্রার্থী আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, অধ্যাপক মোঃ আমজাদ হোসেন, দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোলাইমান হোসেন রিপন প্রমূখ। অন্য দিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর এর নেতৃত্বে উপস্থিতি ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলতাফ হোসেন সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী।
Leave a Reply