নাটোরের লালপুরে মৌমাছির কামড়ে মা-মেয়ে সহ তিনজন আহত হয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আহতরা হলো উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের কুদরত আলীর স্ত্রী আজমিরা বেগম (৩৫), তাদের দুই মেয়ে কল্পনা খাতুন (১৮),কনা খাতুন (১২)।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২ টার সময় কুদরত আলীর বাড়ির সামনে তেঁতুল গাছে মৌমাছির চাকে চিল পাখি হামলা করলে আতংকিত মৌমাছি গাছের নিচে থাকা ছাগলের উপর আক্রমণ করে। মা ও দুই মেয়ে ছাগলকে বাঁচাতে এগিয়ে গেলে মৌমাছির ঝাঁক তাদেরকে কামড়ে দেয়। মৌমাছির কামড়ে মা ও দুই মেয়ে মারাত্মক ভাবে আহত হয়ে স্বজনদের মাধ্যমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
এব্যাপারে লালপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাকিবুল ইসলাম জানান, আহতদের মধ্যে কল্পনা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও পাঠানো লাগতে পারে।
Leave a Reply