ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে সত্যপ্রবাহ মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে গৃহহীন ছিন্নমূল মানুষকে। শীতার্ত অসহায় ও ছিন্ন মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে নাটোরের লালপুরে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াল “স্বপ্ন কল্যাণ সংস্থা”।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার আজিম নগর রেলওয়ে ষ্টেশনে স্বপ্ন কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।
এবিষয়ে সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্য সজিবুল ইসলাম জানান, থার্টি ফার্স্ট নাইটে প্রতিবছর পিকনিক সহ হুই হুল্লোড়ে উদযাপন করলে সংগঠনটির সদস্য তা না করে এবার সেই টাকা দিয়ে নিজেরাই ছোট্ট ফান্ড গঠন করে শীর্তার্ত ছিন্ন মূল মানুষের কষ্ঠ কিছুটা লাঘব করার চেষ্টা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি মেহেদী হাসান জয়, সাধারণ সম্পাদক জুবায়ের আলফি, সদস্য রাজ্জাক রাব্বি, রিয়াদ হাসান, সৌরভ মিয়াজী প্রমূখ।
Leave a Reply