তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নাটোরের লালপুরের গোপালপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। এছাড়াও কেন্দ্রীয় কমিটির আমির ডা: শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবি জানান তারা।
শুক্রবার রাতে বিষয়টির সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ফুটেজ লালপুর লাইভের নামের একটি ফেইসবুক আইডির মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়ে। ওই দিন সকাল ছয়টার দিকে গোপালপুর বাজার এলাকার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল চলাকালে জামায়াতের নেতাকর্মীরা বর্তমান সরকারের বিপক্ষে বিভিন্ন প্রকার স্লোগান দিতে দেখা গেছে। এসময় বক্তব্য রাখেন লালপুর উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আব্দুল ওয়াহাব, গোপালপুর পৌর জামায়াতের আমির আলাউদ্দিন, আফজালুর রহমান প্রমুখ। এই বিক্ষোভ মিছিল কে কেন্দ্র করে নড়ে ওঠেছে পুলিশ প্রশাসন।
এবিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন,তদন্ত সাপেক্ষে শনাক্ত করে জড়িত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply