নাটোরের লালপুরে দুটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে এক মহিলা সহ ৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী-লালপুর সড়কে গৌরিপুর মোড়ে এঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার পালিদহ গ্রামের শফিকুলের ছেলে সজিব আলী (২৩), লিখনের ছেলে স্বপন (২৯), মহারাজপুর গ্রামের সেন্টু সরকার ছেলে আলিফ (২২), আরমবাড়ী গ্রামের খোকনের ছেলে এনামুল (২১) ও বিলমাড়িয়ার সখিনা বেগম (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী অভিমুখে মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ঘষ ঘটে। এ সময় স্থানীয়রা ২ মোটরসাইকেলে ৫ আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে তিনজনকে ভর্তি করে রাখেন এবং আলিফ ও এনামুলের অবস্থা আশঙ্কজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
লালপুর থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল হোসেন জানান ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুইটি উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply