নাটোরের লালপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে উর্মি খাতুন(১৯) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।
সোমবার (১৪আগষ্ট) দুপুরে উপজেলার ধুপইল চকপাড়া এলাকায় এঘটনা ঘটে। উর্মি একই এলাকার রাজমিস্ত্রী মিনাউলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিন নারী বড়াল নদীতে গোসল করতে নামেন। এসময় উর্মি খাতুন নামে এক নারী নদীতে ডুব দিলে সাঁতার না জানায় নদীতে ভেসে যান। পরে স্থানীয়রা ওই নারীর সন্ধান না পেয়ে দয়রামপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে তারা উদ্ধার অভিযান চালায়। এই রিপোর্ট লেখা পযন্ত ওই নারীর সন্ধান মেলে নি।
বিষয়টি নিশ্চিত করে দয়রামপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মুনজুরুল আলম বলেন, নদীতে উদ্ধার অভিযান অব্যহত রয়েছে। ডুবুরী দলকে খবর দেওয়া হয়েছে তারাও ঘটনাস্থলে পৌঁছে এউদ্ধার অভিযানে যোগ দিবে।
Leave a Reply