লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আড়াই একর জমির আখ পুড়ে গেছে।
সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারী রবিবার রাত আটটার সময় কে বা কাহারা নরেন্দ্রপুর খামারের বাহাদিপুর মাঠের আড়াই একর জমির আখে আগুন ধরিয়ে দেয়। পরে সংবাদ পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
এব্যাপারে নর্থ বেঙ্গল সুগার মিলের জিএম আনিসুজ্জামান( জিএম খামার) জানান, প্রায়
আড়াই একর জমির ৪০-৫০ মেট্রিক টন আখ পুড়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া আখ ২৪ ঘন্টার মধ্যে মাড়াই করতে পারায় তেমন কোন লস হয়নি। তবে শুকনা পাতা পুড়ে যাওয়ার ফলে ১০-১৫ হাজার টাকা লস হয়েছে। ইতিমধ্যে মিল কতৃপক্ষের গঠিত তদন্ত কমিটি তদন্ত করছে এবং এব্যাপারে লালপুর থানায় জিডি করা হয়েছে।
এবিষয়ে লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রুহুল আমিন বলেন, একজন মহিলা পাবলিকের মোবাইলে রাত ৭টা ৫০ মিনিটে খবর পেয়ে ঘটনা স্থলে ৮ টার সময় পৌঁছায় এবং এক ঘন্টার চেষ্টায় রাত ৯ টা ২৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।
Leave a Reply