নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হওয়ার তিন দিন পর লাশ উদ্ধার করা হয়েছে। লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা শনিবার ১১ জুন সকাল সাড়ে আটটার সময় ঈশ্বরদী সাঁড়া ঘাট থেকে নিখোঁজ আমেনার লাশ উদ্ধার করে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার ৯ জুন সকাল সাড়ে আটটায় পদ্মা নদীতে জামা-কাপড় ধৌত করতে গিয়ে আমিনা(২৮) নামের এক নারী নিখোঁজ হয়েছিলো।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার পদ্মা নদীর তীরবর্তী গৌরীপুর নামকস্থানে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের হাসেম মোল্লার মেয়ে। রাজশাহী ও লালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল পদ্মা নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে উদ্ধার কাজ বন্ধ করে।
Leave a Reply