নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর গ্রামে পানিতে ডুবে মো. সোহাগ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্প্রতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৯ টার সময় উপজেলার লালপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামে এই ঘটনা ঘটে। শিশু সোহাগ ওই গ্রামের মোঃ মাসুদ রানা ও চাম্পা খাতুনের ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকালে অন্য শিশুদের সাথে সোহাগ খেলতে বের হয়। সন্ধ্যার কিছুক্ষণ আগে তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে বের হয় এবং অনেক খোঁজাখুজির পর আজ সকাল ৯টায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পানি থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।
Leave a Reply