নাটোরের লালপুরে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২৩ জুন শুক্রবার দিনব্যাপী লালপুর উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন গ্রুপ পৃথকভাবে আয়োজনে দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কেটে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমজাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাকসুর সাবেক এজিএস নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আবুল কালাম আজাদ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দুড়দুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, চংধুপইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম, এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, কদিমচিলন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম রেজা মষ্টার, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান সরল, রিপন হোসেন প্রমুখ।
উপজেলা চত্বরে সাংসদ শহিদুল ইসলাম বকুলের পক্ষে থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আসম মাহামুদুল হক মুকুল এর নেতৃত্বে উপস্থিতি ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আকতার, থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, আনিছুর রহমান, রোকনুল ইসলাম লুলু প্রমূখ।
উপজেলার গোপালপুরে থানা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে শোভা যাত্রা বের করে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর।
বাগাতিপাড়া ও লালপুর উপজেলা ব্যাপী শোভা যাত্রা করেছে বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাটোর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আবদুল কুদ্দুস।
Leave a Reply