নাটোরের লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় হারুনার রশিদ (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আরো দুইজন আহত হয়েছে।
বুধবার (২৩ আগষ্ট) দুপুর দুইটার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের লক্ষীপুর এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহত রশিদ উপজেলার গৌরিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং আহতরা হলেন, একই এলাকার মক্কেল শাহর ছেলে হামিদুল ইসলাম (৪০), খোদাবক্সের ছেলে আজগর (২৫)।
প্রত্যেক্ষদর্শীরা জানান, দুপুরে ঈশ্বরদী থেকে লালপুরগামী সাদা রঙের একটি প্রাইভেটকার লালপুর-ঈশ্বরদী সড়কের লক্ষীপুর মোড়ের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি চার্জার ভ্যানকে চাপা দেয়। প্রাইভেট কারটি একটি দোকানে ঢুকে পড়ে। এতে করে কার ও মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। মোটরসাইকেল আরোহী সহ আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে মোটরসাইকেল আরোহী হারুনার রশিদকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
দুর্ঘটনার পর প্রাইভেট কারের চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক প্রাইভেট কারটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সড়ক আইনে একটি মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply