নাটোরের লালপুরে বিদ্যুৎ পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার ৬ অক্টোবর দুপুর আড়াইটার দিকে নাটোরের লালপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। উপজেলার এবি ইউনিয়নের বরমহাটী গ্রামে এঘটনা ঘটে বলে জানা। ওই বৃদ্ধা একই গ্রামের নুকছার আলীর স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,শাহারা বেগম ব্রয়লার মুরগি ফার্মের ঘরে ফ্যানের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎ এর শর্ট সার্কিটে আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply