নাটোরের লালপুরে বিষপান করে সাহীন আলী (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার চন্ডিগাছা গ্রামের আবজাল আলীর ছেলে।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নে চন্ডিগাছা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, দুপুর ২টার দিকে পরিবারের সকলের অঘোচরে সাহীন আলী তার নিজ ঘরের দরজা বন্ধ করে ঘরের সকলের অঘোচরে বিষপান করে, পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এব্যাপারে চংধুপল ইউপির চেয়ারম্যান আবু আল বেলাল জানান, বিষ পানের ঘটনা সত্য তবে কিভাবে কি হয়েছিলো আমার জানা নাই।
এব্যাপারে লালপুর থানার ওসি সেলিম রেজা সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply