নাটোরের লালপুরে একুশে পদকপ্রাপ্ত (মরণোত্তর) সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী পালন।
দিনটি উপলক্ষে তাঁর পরিবার ও উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচীর আয়োজন করে।
মঙ্গলবার ৬ জুন থানা আওয়ামীলীগ পৃথকভাবে মৃত্যু বার্ষিকী পালন করেছে। শহীদ মমতাজ উদ্দিন এর সন্তান লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর এর পারিবারিক ভাবে আয়োজিত শহীদ মমতাজ উদ্দিন এর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, আনিসুর রহমান, সাংসদ শহিদুল ইসলাম বকুল, ধর্ম বিষয়ক সম্পাদক বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসম মাহামুদুল হক মুকুল , শহীদ মমতাজের সন্তান ও লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, ফিরোজ আল হক ভূইয়া প্রমূখ।
অন্য দিকে শহীদ মমতাজ উদ্দিন এর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গোপালপুর পৌর আওয়ামীলীগের কার্যালয় ও লালপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এবং লালপুর ত্রিমোহীনিতে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ আবুল কালাম আজাদ, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক পলাশ, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, চংধুপইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, এবি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, কদিমচিলান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন, লালপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান মিল্টন, সাধারণ সম্পাদক খালিদ হাসান সরল, রিপন হোসেন প্রমূখ।
উল্লেখ্য গত ৬ জুন ২০০৩ সালে উপজেলার গোপালপুর-আব্দুলপুর সড়কের দাঁইড়পাড়া নামক স্থানে এই দিনে রাত ১০টার সময় সশস্ত্র সন্ত্রাসীরা তাঁকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।
শহীদ মমতাজ উদ্দিন এর রাজনৈতিক জীবন ইতিহাস ঐতিহ্য ও সাফল্য মণ্ডিত। তিনি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ (১৯৮৬-১৯৮৮) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মমতাজ উদ্দিন রিকশা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি লালপুর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট (মুজিব বাহিনী)-এর কমান্ডার ছিলেন।
১৯৭৭-১৯৮৬ সাল পর্যন্ত তিনি সালামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগ দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন পরাজিত হন।
তিনি ১৯৮৫ সালের ২৫ জানুয়ারি সম্মেলনে লালপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নাটোর জেলা শাখা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং অল্প ভোটে পরাজিত হন।
উল্লেখ্য লালপুরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনকে ২০০৩ সালের ৬ জুন সোমবার রাত ১০টার সময় নাটোরের গোপালপুর-আব্দুলপুর সড়কের দাঁইড়পাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীরা তাঁকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।
Leave a Reply