নাটোরের লালপুরে ভ্যান চুরি করে পালানোর সময় ২ যুবককে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার(৪ঠা নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে লালপুরের ত্রিমোহনীতে এ ঘটনা ঘটে। আটকৃতরা হলেন,রামকৃষ্ণপুর গ্রামের আকরাম মন্ডলের ছেলে সজিব ও কৃষ্ণরামপুর গ্রামের জমশেদের ছেলে জাফর।
স্থানীয়রা জানান, বালিতিতা ইসলামপুর গ্রামের মোহাইমিনুল নামের এক ব্যাক্তির চার্জার ভ্যান চুরি করে পালানোর সময় ত্রিমোহনীতে হাতে নাতে ধরা পড়েন তারা। এসময় ৩ জনের মধ্যে একজন পালিয়ে যান। বাকি দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। লালপুর থানার পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রবিবার ৫ নভেম্বর জেল হাজতে প্রেরন করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ###
Leave a Reply