নাটোরের লালপুরে গলাইদড়ি দিয়ে দুড়দুড়িয়া ইউনিয়নের ওমরপুর গ্রামের অন্তর আলী (১৯) ও আড়বাব ইউনিয়নের সাধুপাড়া গ্রামের মোতালেব হোসেন নামের দুজন আত্মহত্যা করেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার ২৪ এপ্রিল দুপুরে মোবাইলে টাকা চাওয়াকে কেন্দ্র করে মায়ের উপর অভিমানে পরিবারের সকলের অঘোচরে অন্তর তার নিজ ঘরের দরজা বন্ধ করে ঘরের ফ্যানের সাথে গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসি ও পরিবারের লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে । সে উপজেলার ওমরপুর গ্রামের অনিছুর রহমান ছেলে।
অপরদিকে শনিবার ২৪ এপ্রিল সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের সাধুপাড়া গ্রামের মৃত হাসমত আলীর পুত্র মোতালেব হোসেন (৫৫) নিজের অসুস্থতার চিকিৎতসা করার জন্য টাকা জোগাড় করতে না পারায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
এব্যাপারে লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, খবর পেয়ে দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply